Home / চাঁদপুর / বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
zala AL

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশে আওয়ামীলীগের ৭৩ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে,সকাল ৭ টা ৩০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুইয়া।

এ সময় যুগ্মসাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ,অ্যাড.জহিরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক অ্যাড.রুহুল আমিন সরকার,শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.হারুনুর রশীদ সাগরদ,দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া,জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী উপস্থিত ছিলেন।

২৩ জুন ২০২২
এজি