Home / চাঁদপুর / পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে : মায়া

পৌর নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে : মায়া

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রোববার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম বলেছেন, “সকলেই ভোট দিতে যাবেন। পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।”

চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সামছুন্নাহার, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহেমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর সরাকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৫:০৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫, রোববার

এমআরআর  

ইন্টারনেট কানেকশন নেই