Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সবজি গাছের সাথে শত্রুতা

কচুয়ায় সবজি গাছের সাথে শত্রুতা

চাঁদপুর কচুয়ায় উত্তর শিবপুর গ্রামে শত্রুতার জের ধরে এক ব্যাক্তির নতুন বাড়িতে রোপনকৃত বিভিন্ন সবজি জাতের কুমড়া, মিনা ও দুলদুল জাতের প্রায় ৩০ টি মোড়ার গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় সাধারন মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের দূষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সরে জমিনে গিয়ে দেখা যায়, রোববার(২১ এপ্রিল) সকালে উপজেলার উত্তর শিবপুর গ্রামের মৃত: গনী মিয়া মুন্সির ছেলে মো. লিটন মিয়া জানান, প্রায় দু’মাস আগে আমার মালিকানাধীন নতুন বাড়ীতে উল্লেখিত স্থানে সবজি জাতের চারা রোপন করি। বর্তমানে ফলন ধরার সময়ে কে বা কাহারা আমার ক্ষতিসাধন করেছে।

তিনি ধারনা করেন, তার বাড়ির সবজির গাছ গুলোতে দূষ্কৃতিকারীরা কীটনাশক অবথা গরম পানি দিয়ে এগুলো নষ্ট করেছেন।

তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই সম্পত্তি নিয়ে একই গ্রামের আব্দুল মান্নান গং ও লিটন গংদের সাথে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে।

স্টাফ করেসপন্ডেট
২১ এপ্রিল,২০১৯