আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশ ও জনতার মধ্যে পারস্পরিক সর্ম্পক উন্নয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) পংকজ কুমার দে।
মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।
সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াতের আমির ইউনুছ হেলাল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, তুলাতলি মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন আমিনী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চত্রবর্তী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক সদস্য সচিব আব্দুল: মতিন, ছাত্র সমাজের প্রতিনিধি আশরাফ উদ্দিন, শিক্ষক ফুলসার হোসেন প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ নভেম্বর ২০২৪