Home / জবস / পুরস্কারের জন্য ফিচার আহ্বান পিআইবির
পুরস্কারের জন্য ফিচার আহ্বান পিআইবির

পুরস্কারের জন্য ফিচার আহ্বান পিআইবির

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

এ বছর ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার’ প্রদানের জন্য মানবিক আবেদনসম্পন্ন ফিচার আহ্বান করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানান পিআইবির সমন্বয়কারী সরদার মো. রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৫ জুলাই থেকে চলতি বছরের ১৫ জুলাইয়ের মধ্যে জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত ফিচার পুরস্কারের আওতায় পড়বে।

প্রকাশিত ফিচারের সত্যায়িত (সংশ্লিষ্ট প্রধান) কপিসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জীবনবৃত্তান্ত ৩০ জুলাইয়ের মধ্যে পিআইবি কার্যালয়ে পাঠাতে হবে।

ফিচার পাঠানোর ঠিকানা— মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, ৩ সার্কিট হাউস রোড, ঢাকা।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৩:৩১ অপরাহ্ন, ৩০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ,  বুধবার ১৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি