Home / উপজেলা সংবাদ / কচুয়ায় দ্বিতীয় দিনের মত পিআইও অফিসের কর্ম-বিরতি পালিত
অফিসের

কচুয়ায় দ্বিতীয় দিনের মত পিআইও অফিসের কর্ম-বিরতি পালিত

জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে চাঁদপুরের কচুয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) ২য় দিনের মতো অর্ধদিবস কর্ম-বিরতি পালন করা হয়।

১৩ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কচুয়া উপজেলা পিআইও অফিসে কর্মকর্তারা এ কর্ম-বিরতি পালন শুরু করেন। অনুরূপ মঙ্গলবারও এ কর্মবিরতি পালন করা হয়। এতে করে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

এতে নেতৃত্ব দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মোহাম্মদ আশেকুর রহমান। এ সময় উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, কার্য-সহকারী এমদাদুল হক, বিনয় ভূষন রায়, অফিস সহায়ক আশরাফুল ইসলামসহ অন্যন্যরা অংশগ্রহণ করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৩ সেপ্টেম্বর ২০২২