Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবলীগ নেতার মৃত্যু
পানিতে

ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবলীগ নেতার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া পুর্ব ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম একলাশপুর গাজী বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ গাজী (৩০)পানিতে পড়ে করুণ মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ ডায়াবেটিক হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা সোহাগ গাজী হয়তবা পুকুরের ঘাটে পা পিচলে পড়ে পানিতে তার দম বন্ধ হয়েছিল,তাই তার মৃত্যু হয়েছে।

যুবলীগ নেতা সোহাগের অকাল মৃত্যুতে আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

প্রতিবেদকঃ শিমুল হাছান