Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Water-Death
প্রতীকী ছবি

মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৪) নামের এক কন্যাশিশু মারা গেছে। ২১ মার্চ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মধ্য নওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

মরিয়ম আক্তারের বাড়ি উপজেলার নাগদা গ্রামে। সে ওই গ্রামের মো. ইউসুফের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে শিশুটি মধ্য নওগাঁও গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়। দপুর সাড়ে ১২টায় নানার বাড়ির উঠানে খেলতে খেলতে সবার অলক্ষে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়।

অনেক খোঁজাখুঁজির পর নানার পরিবারের লোকজন ওই পুকুরে তার ভাসমান নিস্তেজ দেহ দেখতে পান। সেখান থেকে উদ্ধার করে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাহফুজ মল্লিক,২১ মার্চ ২০২০