গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হওয়ার আগে জরুরি সংকেত ‘মেডে কল’ পাঠিয়েছিলেন পাইলট। এ সংকেত সাধারণত বিমানে বড় ধরনের ত্রুটির মুখোমুখি হলে পাঠানো হয়। তবে সংকেত পাঠানোর পর আর পাইলটদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।
২৪২ আরোহী বহনকারী বিমানটিতে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী। বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে স্থানীয় সময় দুপুর ১ টা ৩৯ মিনিটে। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা কাজ করছেন। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাঠানো মেডে কলটি বিমানের কারিগরি ত্রুটি বা গুরুতর বিপদের ইঙ্গিত দেয় বলে মনে করছে তদন্তকারী কর্তৃপক্ষ।
১২ জুন ২০২৫
এজি