Home / চাঁদপুর / চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
পরিবেশ

চাঁদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সারা দেশের ন্যায় চাঁদপুরেও নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে। এ উপলক্ষে ৫ জুন সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য, র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এবং প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয় ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। এতে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আলাদা আলাদা ব্যানার-ফ্যাস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এরপর সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এসময় তিনি তার বক্তব্যর যত্রতত্র প্লাস্টিক ও ময়লা আবর্জনা না ফেলতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

সভায় দিবসটির তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী, সচেতন নাগরিক কমিটি চাঁদপুর জেলার সভাপতি ডা. পিযূষ কান্তি বড়ুয়াসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সবশেষে দিবসটি উদযাপনে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত পরিবেশ বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মোট ২০ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৫ জুন ২০২৩