Home / চাঁদপুর / চাঁদপুরে পুনাকের ব্যতিক্রমী আয়োজনে পথশিশুদের আনন্দময় একদিন
পথশিশুদের

চাঁদপুরে পুনাকের ব্যতিক্রমী আয়োজনে পথশিশুদের আনন্দময় একদিন

জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন। এমন বিশেষ দিনে আনন্দে মাতোয়ারা এই শিশুরা। হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির গৌরব এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু। আর তার ১০৩তম জন্মদিনে এসব শিশুদের নিয়ে কেককাটা, শিক্ষা উপকরণ বিতরণ এবং খাবার বিতরণের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ-পুনাক, চাঁদপুর শাখা। শিশুদের জন্য ছিল ব্যতিক্রমী আয়োজনে একটি দিন।

এই উপলক্ষে শুক্রবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে পথশিশু অথচ শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে এমন শিশুদের নিয়ে বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত শিশুরা একদিকে আনন্দে মাতোয়ারা যেমন। অন্যদিকে শিক্ষা উপকরণ, কেক এবং সুস্বাদু খাবার পেয়ে দারুণভাবে উচ্ছ্বসিত এসব শিশু।

চাঁদপুরে পুলিশ নারী কল্যাণ-পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মি জানান, বাংলাদেশের স্থপতি জাতির পিতার জন্মদিন আজ। তাই এই বিশেষ দিনটিতে শিশুরা নিজেদের মতো করে গান গেয়ে আনন্দে মেতে উঠেছে। পরে তাদের নিয়ে কেককাটা হয়। শুধু তাই নয়, দেওয়া শিক্ষা উপকরণ এবং সুস্বাদু খাবারও। আর এসব পেয়ে দারুণ খুশি উপস্থিত শিশুর দল। এই নিয়ে নিজেদের অন্যরকমের অনুভূতি প্রকাশ করেছে শিশুরা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুনাক সহসভানেত্রী পূজা দাশ, সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা, দপ্তর সম্পাদিকা শাহীনা বেগম, সহসাধারণ সম্পাদিকা তাইমন ইসলাম, পুনাক সদস্য সংগীত ও নৃত্য শিক্ষখ রাখি সাহা, শিপ্রা সাহা, তারুণ্যের অগ্রদূতের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক ভিভিয়ান ঘোষ প্রমুখ।

তারুণ্যের অগ্রদূত, চাঁদপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে পুলিশ নারী কল্যাণ- পুনাক শতাধিক পথশিশু নিয়ে এমন ব্যতিক্রম আয়োজন করে।

স্টাফ করেসপন্ডেট, ১৮ মার্চ ২০২৩