Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে
পড়ালেখার

পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ বাস্ট্যান্ড’র দক্ষিণ পাশে বিদ্যালয়টির অডিটোরিয়ামে চলমান ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদে মাঝে দুপুরে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন শেষে অতিথিদের আসন গ্রহণেরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের একক ও সমবেত পরিবেশনায় চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, বঙ্গ বন্ধুর জীবনী, মনীষীদের লেখা বই ও শিক্ষা উপকরণ তুলেদেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল শিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে। যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলতে ধরাÑবাঁধা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা রয়েছে, যা এই বিদ্যালয়টিতে দৃশ্যমান। পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে খেলাধুলার সময় অভিভাবকদের সচেতন থাকতে হবে, যেনো কোনো শিশু অসৎ সঙ্গ না পায়। শুধু তাই নয়, শিশুদের সামনে বাবা মায়েদেরও সচেতন থাকতে হবে। তাদের সামনে এমন কোনো আচরণ করা যাবেনা, যা দেখে শিশুদের ভালোভাবে বেড়ে ওঠা অনিশ্চত হয়ে পড়ে। শিশুদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। এসময় মাদক, ইভটিজিং বাল্যবিবাহ, কিশোর অপরাদ নির্মূলে সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ৭ ফেব্রুয়ারি ২০২৩