Home / চাঁদপুর / নৌকায় বসবাসকারী ১২০ পরিবারের মাঝে করোনা সুরক্ষা সরঞ্জাম বিতরণ

নৌকায় বসবাসকারী ১২০ পরিবারের মাঝে করোনা সুরক্ষা সরঞ্জাম বিতরণ

চাঁদপুরে নৌকায় বসবাসকারী ১২০ পরিবারের মাঝে ব্যক্তিগত সুরক্ষামূলক সমগ্রী প্রদান করছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। কোভিট ১৯ (করোনা ভাইরাস) এ জরুরী সেবা প্রদান কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়।

প্রতিটি পরিবারকে ২টি করে লাইফ জ্যাকেট, ১টি বয়া, ১টি টর্চলাইট প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় চলতি মাসেই দ্বিতীয় ধাপে আবারও প্রতিটি পরিবারকে একই সুরক্ষামূলক সাস্থ্যসামগ্রী প্রদান করা হবে।

৮ নভেম্বর রোববার সকাল ১০টায় চাঁদপুর পৌরসভার ৫নং খেয়াঘাটের চর বেপারী বাড়িতে সুরক্ষা সামগ্রী বিতরণকালে অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর খালেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সিএনআরএস এর প্রজেক্ট কো-অডিনেটর মনিরুজ্জামান, ফিল্ড ফ্যাসিলেটর আয়েশা সিদ্দিকা, লিমন বিশ্বাস, শিতেস মজুমদার, সিএনআরএস’র ভলেন্টিয়ার তানজিলা আক্তার, জয় ঘোষ, ইসমাইল খান শুভ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৮ নভেম্বর ২০২০