Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে এদেশের মানুষ মেনে নেবে না : ইঞ্জি. মমিনুল হক
নির্বাচন

নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে এদেশের মানুষ মেনে নেবে না : ইঞ্জি. মমিনুল হক

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ গনতন্ত্র গলাটিপে শেষ করেছে আর বিএনপি সেই গনতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছে। বিএনপি সব সময় গনতন্ত্রের জন্য কাজ করে গেছে। জনগণের আসা প্রত্যাশা একটি গনতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুক। বাংলাদেশে গনতন্ত্র জিম্মি করে রেখেছে আওয়ামী লীগ। তারা ক্ষমতার জন্য গনতন্ত্র কবর দিয়ে টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। তাই ড. ইউনুস সাহেবকে বলবো নির্বাচন নিয়ে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করে গনতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা অর্পন করুণ। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে এদেশের মানুষ তা মেনে নেবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কেউ কোন অপরাধের সাথে জড়িত হতে পারবেন না। তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। বিএনপি ক্ষমতায় এলে কোন চাঁদাবাজী, সন্ত্রাসী ঘটনা ঘটবে না। বিশেষ করে হাজীগঞ্জ শাহরাস্তিতে আমার কোন নেতাকর্মী সাহস করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

গত শাসন আমলে স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে শেষ করে দিয়েছে। তাদের নেতারা অতিতে ঝুলুম করেছে তাদের বিচার রাষ্ট্র করবে। কোন ভাবেই বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নেবেন না। আমরা চাই, একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

২ মে শুক্রবার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমীক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক এসব কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্রো, সহ সভাপতি শাহিন মজুমদার, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম।

পৌর শ্রমীক দলের সভাপতি রাশেদ আলম হীরার সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২ মে ২০২৫