Home / উপজেলা সংবাদ / কচুয়া / নিজের বিয়ে নিজেই ঠেকালো মুন্নী
বাল্যবিবাহ

নিজের বিয়ে নিজেই ঠেকালো মুন্নী

চাঁদপুরে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে বিজ্ঞান বিভাগের এসএসসি পাস করেছে মেধাবী ছাত্রী হাবিবা আক্তার মুন্নী। তার বাবা আব্দুল হামিদ বিয়ের আয়োজন করে।

শুক্রবার বিষয়টি টের পেয়ে নিজেই নিজের বিয়ে ঠেকালেন। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বেসরকারি সামাজিক সংগঠন চেতনা যুব নারী সংস্থার চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, স্কুল ছাত্রী হাবিবা আক্তার মুন্নী আমাকে ফোনে তার বিয়ের বিষয়টি জানান।

পরে আমি কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন মহোদয়ের সহযোগিতা নিয়ে ওই বিয়ের আয়োজন বন্ধ করি।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৬ নভেম্বর ২০২০