Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নিখোঁজ হওয়া মতলবের ব্যবসায়ী রবিউলের সন্ধান মিলেছে
নিখোঁজ

নিখোঁজ হওয়া মতলবের ব্যবসায়ী রবিউলের সন্ধান মিলেছে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের রবিউল আলম কাকন (৩২) নামক এক ব্যবসায়ী ঢাকা বাংলামোটর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর সন্ধান মিলেছে। বর্তমানে সে তার গ্রামের বাড়ী চাঁদপুরের মতলবে অবস্থান করছেন।রবিউল আলম রোকনের খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানা পুলিশ। তাদের পরিবারের বরাত দিয়ে রমনা থানা পুলিশ বলেন,রবিউল আলম রোকন শুক্রবার দুপুরে তার এক বন্ধুর মোবাইলে ফোন করে জানায় সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। রাতের মধ্যেই বাসায় ফিরবে।

রবিউল আলম রোকনের স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন বলেন, তার স্বামী নিখোঁজ হওয়ার পরদিন শুক্রবার দুপুরে জিহাদ নামের এক বন্ধুর মোবাইলে ফোন করে তার অবস্থানের বিষয়টি জানান।সাথে সাথে তার বন্ধু জিহাদ আমাদেরকে জানায়।বৃহস্পতিবার দোকানের মালামাল ক্রয়ের জন্য প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে ধোলাইখালের উদ্দেশ্যে বের হলে অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি তার পিছু নেয় এবং একপর্যায়ে তাকে নেশা জাতীয় কিছু স্প্রে করে তার সাথে থাকা ৩ লক্ষ টাকা ও মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।একদিন পর জ্ঞান ফিরিয়ে আসলে তার বন্ধুর মোবাইলে ফোন করে জানায় রাতের মধ্যে বাসায় ফিরবে।শুক্রবার রাত প্রায় পোনে একটায় ঢাকা থেকে বাস যোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস গ্রামের নিজ বাড়ীতে পৌছায় বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন। তবে সে শারিরীকভাবে এখনো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে না উঠায় বিস্তারিত কিছু বলতে পারছেন না।

উল্লেখ্য, রবিউল আলম রোকন দীর্ঘদিন যাবত ২৯০/১/৩ উত্তর শাহজাহানপুর এলাকায় গাড়ীর পার্সের ব্যবসা করে আসছিল।বৃহস্পতিবার সকাল ১০ টায় রবিউল আলম রোকন নিজ দোকানের মালামাল ক্রয়ের জন্য ধোলাইখালে যায়। দুপুর আনুমানিক ১ টায় তার স্ত্রী দোকানে এসে স্টাফদের নিকট তার স্বামীর কথা জিজ্ঞেস করলে জানায় ধোলাইখাল গেছেন দোকানের মালামাল ক্রয়ের জন্য। সাথে সাথে তার স্বামীর ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৬২২৭৫২১৭৬) নাম্বারে একাধিকবার ফোন করলে নাম্বারটি বন্ধ পায়।তখন ধারনা করেছিল হয়তোবা নেটওয়ার্ক এর বাহিরে আছে তাই ফোন বন্ধ দেখাচ্ছে। রাতের মধ্যে দোকানে না আসায় এবং তার আত্বীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ করে কোন সন্ধান না পাওয়ায় দুঃশ্চিন্তায় পড়ে যায় তার পরিবার। পরে রাতেই রমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার স্ত্রী সুমাইয়া আক্তার শারমিন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ জুন ২০২৫