Home / বিনোদন / নাসিরের পর এবার সুবাহকে কাঁদালেন পরিচালক

নাসিরের পর এবার সুবাহকে কাঁদালেন পরিচালক

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের পর এবার আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহকে কাঁদালেন পরিচালক রফিক শিকদার।

মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছেন নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নাসিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কাঁদতে দেখা গেছে সুবাহকে। এবার সুবাহকে কাঁদিয়েছেন চিত্রপরিচালক রফিক।

সম্প্রতি ফেসবুকে পরিচালক রফিককে ‘বদরাগী মানুষ’ হিসেবে উল্লেখ করেন এই ছবির নায়িকা সুবাহ। তার সঙ্গেও পরিচালক রফিক খারাপ ব্যবহার করেছেন বলেও দাবি করেন তিনি।

মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সুবাহ।

বার্তা কক্ষ,১৮ জানুয়ারি ২০২০