Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মহীউদ্দীন খান আলমগীরকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা
mohiuddin-khan-alamgir
কচুয়ায় ভোট দিচ্ছেন, নৌকার প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর ।

কচুয়ায় মহীউদ্দীন খান আলমগীরকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর-১ কচুয়া আসনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর তৃতীয় বারের মতো বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার(৩১ ডিসেম্বর) কচুয়ার গুলবাহার গ্রামে নিজ বাড়ীতে নেতাকর্মীরা তাকে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, এ বিজয় সমগ্র উপজেলাবাসীর বিজয়। বিজয়ের এ মাসে আমি সকল নেতাকর্মী, প্রশাসন, মিডিয়া কর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি সবাইকে নিয়ে কচুয়াকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই। অপর দিকে গতকাল সোমবার দুপুরে তিনি সস্ত্রীক গুলবাহার গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এসময় কচুয়া পৌর মেয়র, উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. শাহজালাল প্রধান জালাল, কাদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের সদস্য মো. নূর-ই আলম রিহাত, কাদলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মুক্তার মজুমদার, ভারপ্রাপ্ত সভাপতি মো.সফিউল্যাহ সফি, সাধারন সম্পাদক হামিদ খান প্রমুখসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু
৩১ ডিসেম্বর,২০১৮