নারী নির্যাতন ও যৌতুকের জন্য নিয়মিত স্ত্রীকে মারধর করে হত্যার চেষ্টা করে কারাগারে গিয়েছে মাহমুদুল হাসান রিয়াদ নামের এক স্কুল শিক্ষক। চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোড জোড় পুকুরপাড়ের বাসিন্দা মৃত মুহাম্মদ মজিবুর রহমান ও রিসপা আক্তারের ছেলে রিয়াদ। বহু নারীতে আসক্ত, বিভিন্ন ছাত্রীদের সাথে অবৈধ সম্পর্কসহ মাহমুদুল হাসান রিয়াদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তার স্ত্রী’র। ২০২০ সালের ২৮ আগস্ট বিবাহের পর প্যাথলজি ব্যাবসা করার নাম করে স্বামী রিয়াদ ও তার মা সিপরা আক্তার বার বার মোটা অংকের যৌতুকের জন্য চাপ দেয়।
রিয়াদ তখনো বেকার ছিলো বিধায় নিরুপায় হয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে প্রথমে ৫ লাখ টাকা তুলে দেয় দিয়াদের হাতে তার শ্বশুর। এরপর ২০২২ সালে রিয়াদের শিক্ষকতার চাকুরি হয়। রিয়াদ বর্তমানে মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২২ সালে ব্যবসার পাশাপাশি শিক্ষকতা শুরু করার পর ব্যবসার পরিধি বাড়ানোর নামে আরো ৫ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। টাকার জন্য রিয়াদ তার স্ত্রীকে মারধর করে। এরমধ্যে তাদের ঘরে জন্ম নেয় তার পূত্র সন্তান। রিয়াদের শ্বশুর তার মেয়ের সুখের কথা চিন্তা করে পুনরায় রিয়াদকে আরো ৫ লাখ টাকা দেয় ব্যবসা করার জন্য। কিন্তু রিয়াদ আরো টাকা চায় শান্তার পরিবারের কাছে। এই টাকার জন্য স্ত্রীকে বার বার মারধর করে রিয়াদ ও তার মা। এর মধ্যে রিয়াদ মাষ্টারের বিভিন্ন ছাত্রীদের সাথে অবৈধ সম্পর্কের তথ্য প্রকাশ পায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী জানান, তার সাথে রিয়াদের সম্পর্ক ছিলো। রিয়াদ তার সাথে প্রতারণা করেছে। সে বলেছে সে এখনো বিয়ে করেনি। কিন্তু এখন দেখতে পাচ্ছি তার একটি ছেলে সন্তান রয়েছে।
এদিকে তার মোবাইলের মেসেঞ্জার পর্যবেক্ষণ করে দেখা যায় রিয়াদ বহু নারীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত রয়েছে। এসব প্রেমের বিষয়ে স্ত্রী অভিযোগ করলে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় রিয়াদ। ইতোমধ্যে কয়েকবার স্ত্রী’র উপর অমানবিক নির্যাতন চালায় রিয়াদ ও তার মা। জীবনের নিরাপত্তাহীনতা থাকার কারণে স্ত্রী নিরুপায় হয়ে গত ১৫.০২.২০২৫ খ্রি: তারিখে শান্তা বাদি হয়ে চাঁদপুর শিশু ও নারী নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। ঐ মামলায় রিয়াদ মাষ্টারকে গত ২০ ফেব্রুয়ারি রাতে পুলিশ জোড় পুকুর পাড়ে অভিযান চালিয়ে তার বাসা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। জেলে থেকেও লম্পট রিয়াদ বিভিন্ন লোকদের মাধ্যমে মামলা তুলে নেয়ার জন্য স্ত্রী ও স্ত্রী’র পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে, এতে জীবনের নিরাপত্তাহীতায় ভুগছে স্ত্রী ও তার পরিবার। সরকারের কাছে জীবনের নিরাপ্তা চান স্ত্রী ও তার পরিবার । মামলার বাদী বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আদালতের কাছে সঠিক বিচার চাই।
এদিকে রিয়াদের মোবাইলে বহু মেয়ের সাথে সম্পর্কের তথ্য পাওয়া যায়। যা পত্রিকায় তুলে ধরার মতো যোগ্য নয় বিধায় তা তুলে ধরা হলো না। তবে তার চেটিং এর তথ্য পাওয়া গেছে। এসব চেটিং এ নারীদের সাথে অশ্লীল ভাষায় তিনি বিভিন্ন কথা পাঠান।
স্টাফ রিপোর্টার, ৫ মার্চ ২০২৫