Home / চাঁদপুর / নানা আয়োজনে চাঁদপুরে মোহনা টিভির জন্মদিন

নানা আয়োজনে চাঁদপুরে মোহনা টিভির জন্মদিন

চাঁদপুরে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভির জন্মদিন পলিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা হয় ।

সকালে শাহতলী কলেজ থেকে র‌্যালীর নেতৃত্ব দেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির স্টাফ রিপোর্টার সোহেল রুশদী। র‌্যালী শেষে কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির স্টাফ রিপোটার সোহেল রুশদী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুস ছাত্তার, প্রভাষক আলেয়া চেীধুরী, প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ প্রমুখ ।

আলোচনাসভায় বক্তাগণ মোহনা টিভির সফলতা কামনা করেন । সেই সাথে দেশের উন্নয়নে মোহনা টেলিভিশন চ্যানেলটি কাজ করবে এ প্রত্যাশা করেন ।

প্রেস বিজ্ঞপ্তি ।। আপডেট: ০২:০০ পিএম, ১১ নভেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ