Home / সারাদেশ / কুমিল্লায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
পার্কের

কুমিল্লায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন

কুমিল্লায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, এক সময় অর্থনৈতিক সূচকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে খুঁজেও পাওয়া যেত না। এখন বিশ্বের কাছে বাংলাদেশ এক বিপ্লবী দেশ। ২০০৯ থেকে ২০২৩ এ ১৪ বছরে বিশ্বের অর্থনীতিতে ৩৫ তম অবস্থানে এখন বাংলাদেশ।

শনিবার বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার দত্তপুরে নলেজ পার্ক ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, নলেজ পার্কের প্রকল্প পরিচালক এ কে এম ফজলুল হক, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এম জাফর উল্ল্যাহ।

সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১৫ বছর আগেও দেশের স্বল্প শিক্ষিত তরুণ প্রজন্ম কর্মসংস্থানের জন্য যেখানে গার্মেন্টসসহ অন্যান্য শ্রমনির্ভর শিল্পের উপর নির্ভরশীল ছিলো সেখানে বর্তমানে তারা আইটি শিল্পে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলছে। জায়ান্ট কোম্পানি। সেগুলোর পরিচালনায় নেতৃত্ব দেবে আমাদের নতুন প্রজন্মের সন্তানেরা।

অনুষ্ঠানের অর্থ মন্ত্রী ও তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রকল্প পরিচালক এ, কে, এ, এম, ফজলুল হক জানান, প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা জেলার লালমাই উপজেলার দত্তপুরে ৭ দশমিক ৮৮ একর জায়গায় এই নলেজ পার্ক’ স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় এক হাজার জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতি বছর তিন হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২ সেপ্টেম্বর ২০২৩