Home / শিল্প-সাহিত্য / নতুন টাকার কথা
টাকার

নতুন টাকার কথা

দেশে এলো নতুন নোট
এ নিয়ে চলছে গোল্লাছুট।
রঙিন নোটে নতুন ছবি,
নকশায় যেন ইতিহাস লেখা থাকে চিরকালই।

চলে গেছে এক অধ্যায়,
নতুনে আজ নতুন চাহনায়।
শাপলা ফুলে স্বপ্ন জাগে,
সংসদভবন আলো ছড়ায় রাত্রি-বাগে।

কেউ বলে “বঙ্গবন্ধু কোথায়?”
কেউ খোঁজে পুরোনো ছায়া।
নতুন সময়, নতুন হাওয়া,
নোটেও যেন সেই ছায়া।

কেউ খেয়াল করে মন্দিরের ছবি,
হিন্দু কি তবে বেশি প্রিয় নাকি?
প্রশ্ন ওঠে—হবে কি বিভেদ?
নাকি নোটেও থাকবে বৈচিত্র্য-সিদ্ধান্তের দ্বিমত?

ব্যাংকের সারি, গুনে টাকায়,
কারো হাসি, কারো হায়!
ব্যাংকে নাই নতুন নোট,
সবাই মিলে বাজারে ছুট।
একশ’র নোট দেড়শোতে কিনে,
নতুনের খোঁজে পুরনো ভুলে।

শরীফুল ইসলাম