Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার করুন মৃত্যু
Death

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে বৃদ্ধার করুন মৃত্যু

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামের ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে আঁখি বেগম নামের এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) সকালে মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই বাড়ির সিরাজ মিজির স্ত্রী। নিহত স্বজনরা জানায়, নিহত আঁখি বেগম একজন ডায়বেটিসের রোগী।

সকালে তিনি বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে ধান শুকাতে যান। সেখান তিনি পা দিয়ে নেড়ে ছেড়ে ধান শুকানোর সময় হঠাৎ মাথা ঘুরে ছাদ থেকে নিচে পড়ে যায়।

পরে বাড়ির অন্যান্য লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ নুরে আলম মজুমদার তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৬ নভেম্বর ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই