Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নন্দনপুর দ্বীনিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন
দ্বীনিয়া

কচুয়ায় নন্দনপুর দ্বীনিয়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

চাঁদপুরের কচুয়া উপজেলা নন্দনপুর খানকায়ে ছালেহিয়া দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও এমিতমখানার দ্বিতল ভবনের কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন উপলক্ষে দোয়া ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সভাপতি ও ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ডা. ইসমাইল হোসেন সিরাজী প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্থর স্থাপন উদ্বোধন করেন।

মাদ্রাসার সেক্রেটারি কাজী সফিকুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. খায়রুল বাসার, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসহান উল্যাহ বাবুল,সাবেক সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম,মাদ্রাসার সদস্য আবু মুসা,আলাউদ্দিন,জসিম উদ্দিন সহ আরো অনেকে।

এসময় মাদ্রাসার উন্নতি ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাকিম।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু