Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে আগুনে পুড়ে দুটি দোকান পুড়ে ছাই
দোকান

শাহরাস্তিতে আগুনে পুড়ে দুটি দোকান পুড়ে ছাই

চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পুড়ে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকানিদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।

শনিবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানি,ফায়ার সার্ভিস সূত্র জানায়,ওইদিন সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে মোঃ শরীফ হোসেনের ফাহাদ বোর্ডিং স্টোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে ওই আগুন পার্শ্ববর্তী বিল্লালের ফার্নিচার দোকান ও ফার্মের মুরগি বিক্রির একটি দোকানে ছড়িয়ে পড়ে। ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা এস ও মোহাম্মদ রুবেল হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা জানায় ততক্ষণে শরিফ হোসেনের বোডিং স্টোরের অবকাঠামোসহ রক্ষিত ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী বিল্লালের ফার্নিচার ও ফার্মের মুরগি দোকান পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সে দাবি করে ।

পরে এ সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি ঘটনাস্থল পরিদর্শন করেন।

জামাল হোসেন
২৪ জুলাই ২০২২