Home / সারাদেশ / দেশ গড়ার ক্ষেত্রে নারীদের অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক
দেশ গড়ার ক্ষেত্রে নারীদের অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

দেশ গড়ার ক্ষেত্রে নারীদের অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা উন্নয়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, “মা শিশুদের ৫ বছর বয়স পর্যন্ত যা কিছু করণীয় সেদিকে প্রত্যেক মহিলা খেয়াল রাখতে হবে। উন্নত দেশ গড়াতে হলে শুধু টাকার প্রয়োজন তা নয় তার জন্য সর্বক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। এ সমাজে মহিলাদের উন্নয়নে যারা এগিয়ে এসেছে তারা আজ সাফল্য। এদেশ গড়ার ক্ষেত্রে নারীদের অনেক গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আক্তার হোসেন, চাঁদপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া,জেলা প্রানী সম্পদ কর্মকতা ডা. খান মো.আবদুল হাই ,চাঁদপুর আতœনিবেদিত মহিলা সংস্থার নিবাহী পরিচালক ডা.এস এম মুস্তাফিজুর রহমান,জেলা কৃষি অধিদপ্তরের সহকারি উপরিচালক নরেশ চন্দ্র দাস ,কচুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হামিদা বেগম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আজহারুল ইসলাম প্রমূখ।

চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০৬:১৪ এএম, ১৭ অক্টোবর, ২০১৫ রোববার

প্রতিনিধি/ডিএইচ

আনোয়ারুল হক