Home / জাতীয় / দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৬৮৫৪
ফাইল ছবি

দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৬৮৫৪

দেশে করোনাভাইরাসে একদিনে রেকর্ড সংখ্যক করোনাভাইসের আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬হাজার ১৩২ জন হয়েছে।

দেশে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দেশে আজ ০৮ এপ্রিল করোনায় সর্বোচ্চ মৃত্যু ৭৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

ঢাকা চীফ ব্যুরো, ০৮ এপ্রিল, ২০২১;