Home / চাঁদপুর / চাঁদপুরে বিভিন্ন দফতরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
moshok-nidhon

চাঁদপুরে বিভিন্ন দফতরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানকে সামনে রেখে মশক নিধন ও ডেঙ্গুু প্রতিরোধে ক্রাশ কর্মসূচির আওতায় চাঁদপুর জেলার বিভিন্ন দফতরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

এ সময় তিনি বলেন, এডিস মশা তাড়াতে আমাদের আগে বেশি প্রয়োজন গণসচেতনতা। বাড়িঘর, অফিস আদালতের আঙ্গিনা, ব্যবসায়িক প্রতিষ্ঠান লঞ্চঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ড পরিচ্ছন্ন রাখতে হবে। যে যার দায়িত্ব থেকেই কাজগুলো করবেন। সাংবাদিক, জনপ্রতিনিধি,স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করেন ।

এসময় তিনি চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ আনোয়ারুল আজিম, সিনিয়র কনসালটেন্ট ডা: সালেহ আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা: সুজাউদ্দোলা রুবেল, আবাসিক সার্জর্ন মাহমুদ উল নবী মাসুমসহ জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ

প্রতিবেদক- আনোয়ারুল হক, ৮ আগস্ট ২০১৯