Home / জাতীয় / রাজনীতি / দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ
দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ, দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ

দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে এরিক এরশাদ। রবিবার সকালে পৌনে ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরিক এরশাদ বলেন, তার মতো ভালো মানুষ আর আসবে না। কি হয়েছে আমি কিছু জানি না। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।
এই বলে কান্নায় ভেঙে পড়েন এরিক।