Home / চাঁদপুর / চাঁদপুর শহরের ছৈয়ালবাড়ি রোডস্থ প্রবাসীর বাসায় দুর্ধষ চুরি
thief

চাঁদপুর শহরের ছৈয়ালবাড়ি রোডস্থ প্রবাসীর বাসায় দুর্ধষ চুরি

চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে ও ছৈয়ালবাড়ি রোডস্থ প্রবাসীর ৩ তলার বাসায় ২৩ নভেম্বর বেলা ১১ টার দিকে দুর্ধষ চুরি সংঘটিত হয়েছে। চাঁদপুর শহরে দিন দুপুরে এ রকম দুর্ধষ চুরি সংঘটিত ব্যতিক্রমধর্মী। বাসাটি ইটালী প্রবাসী সায়েম মোল্লার। তিনি ছৈযাল বাড়ি রোডস্থ তাঁরই বাসা ও স্থায়ী বাসিন্দা ।

বাসায় প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম এলি দুদিন আগে চিকিৎসার জন্যে ঢাকা যাওয়ায় বাসায় থাকা তার বোনের ছেলে চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান বেলা ১০ টার দিকে বাসার দু-ফ্লাটেই তালা মেরে কলেজে চলে যায় ।

এ সুবাদেই বাসার দরজার কড়া বিশেষ কৌশলে উভয় ফ্লাটের ‘হেজবল’ ভেঙ্গে চোর ভেতরে ঢুকে ও স্টীল আলমীরার লক খুলে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চলে যায়। এ সব স্বর্ণালংকার ও নগদ অর্থ বাসার স্টীল আলমীরায় ছিল।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কী পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার চোর নিয়ে গেছে- তা জানা যায় নি। এদিকে বিষয়টি চাঁদপুর মডেল থানায় জানানো হলে মডেল থানার এএস আই তছলীম বেলা ১২ টার দিকে এসে শরেজমিন দেখে যান। প্রবাসী সায়েম মোল্লার সহধর্মিণী ঢাকা থেকে আসলেই থানায় মামলার বিষয়টি সিদ্ধান্ত নেয়া হবে বলে  বাসায় আগত আত্মীয়-স্বজন জানান।

বোনের ছেলে মেহেদী হাসান বলেন, ‘ বাসার ভেতরে ঢুকার প্রবেশাদ্বারে সংরক্ষিত সিসি ফুটেজ মতে সংবদ্ধ চোরের মধ্যে যে বাসার ভেতরে প্রবেশ করে তার পরণে সাদা জিপার ও গায়ে  কালো গেঞ্জি ও প্যান্ট এবং মুখ কাপড় দিয়ে জড়ানো ছিল । ’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২
এজি