Home / উপজেলা সংবাদ / দীপু মনির রোগমুক্তিতে হাইমচরে দোয়া
দীপু মনির রোগমুক্তিতে হাইমচরে দোয়া

দীপু মনির রোগমুক্তিতে হাইমচরে দোয়া

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :  আপডেট: ০৬:২৭  অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৫, শুক্রবার

সাবেক পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রোগ মুক্তি কামনায় হাইমচর থানা জামে মসজিদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার থানা জামে মসজিদে জুমার নামাজ শেষে ডা. দীপু মনির রোগ মুক্তি কামনা এবং বিশ্বের সকল মৃত মুসলিম নারী-পুরুষ ও বাংলাদেশের আইনশৃঙ্খলা, শান্তির জন্যে বিশেষ মিলাদ ও দোয়ায় দেশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।

মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লা অলি, এসআই আঃ হালিম সরকার, এএসআই আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম উকিল, ঠিকাদার সিরাজুল ইসলাম পেদাসহ মসজিদের মুসল্লিরা।

মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন থানা সমজিদের ঈমাম মাওঃ মোঃ ইউসুফ মিয়া।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি