Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
দিবস

কচুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কচুয়ায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের সভাপতিত্বে দিবসটি ব্যাপক আকারে পালনের লক্ষে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র ক্রেডিট সুপার ভাইজার আইয়ুব আলী,পিপলকরা সমাজকল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠক কাজী মোস্তফা কামাল,বড়ইগাঁও একতা সংঘের সভাপতি আনোয়ার উল্যাহ,কাদলা সমাজ কল্যান সমিতির সভাপতি আমজাদ হোসেন বিএসসি,যুব সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নু,পালগিরি স্টুডেন্ট ক্লাব জামসেদ আহমেদ প্রমুখ। এসময় কচুয়া উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু