Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবক নিহত
Accident

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মহসিন রাজা সুমন মিয়া (২৮) ও আবদুল মান্নান (২৯)।

৫ জুলাই রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে সাউথ আফ্রিকার ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মিয়াবাড়ির কারি মুখলেসুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। অপর বাংলাদেশি আবদুল মান্নান।

জানা যায়, সুমন তার বন্ধু মান্নানসহ তিনজন সাউথ আফ্রিকার কুইন্স টাউন থেকে ব্লুম ফমফন্টেইন শহরে আসছিলেন। এ সময় পথে ন্যাশনাল হাইওয়ে (এন-৬) রোডে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার ভোরে তার গ্রামের বাড়ি হাজীগঞ্জের জগন্নাথপুর গ্রামের মিয়াবাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। বৃদ্ধ বাবা কারি মুখলেসুর রহমান, মা খোদেজা বেগম অঝরে কাঁদছেন। তারা বার মূর্ছা যাচ্ছেন।

২০০৬ সালে সাউথ আফ্রিকায় ব্যবসা করতে যান সুমন।

করেসপন্ডেট,৬ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই