চাঁদপুরে আছমা আক্তার (২৩) নামের স্বামী পরিত্যাক্তা এক অসহায় নারী রক্তের অভাবে মৃত্যুবরণ করেছে। ১২ মার্চ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় সে মৃত্যুবরণ করে। তার এমন মৃত্যুতে হাসপাতালের মহিলা ওয়ার্ডে স্বজনদের আহাজারিতে গভীর শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুবরনকারী আছমা আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মিজি বাড়ির আবুল কাশিম মিজির মেয়ে।
আছমার মামা মোঃ মফিজুল হক ও পরিবারের লোকজন জানায়, গত তিন বছর পূর্বে ফরিদগঞ্জ চান্দ্রা বাজারের শেখ বাড়ির শাহাজান শেখের পুত্র মোঃ হাবিব শেখের সাথে তার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের এক বছরের মাথায় আসমা আক্তারের থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে তারপর থেকে গত দুই বছর ধরে তার প্রবাসী স্বামী হাবিব শেখ তার কোন খোঁজ খবর নেননি। পিতাহারা আছমার অভাবের সংসারে এতদিন প্রতি মাসে মাসে কোনরকম এই পজেটিভের রক্ত শরীরে প্রদান করে আসছিলো।
তার মামা জানান, গত ক,দিন ধরে সে প্রচন্ড জ্বরে ভুগছিলেন। এর পাশাপাশি তার শরীরে রক্ত প্রদানের জন্য তেমন কোন রক্ত তারা যোগার করতে পারেননি। বুধবার সকালে তারা প্রাইভেটভাবে আসমাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুপুরের দিকে একব্যাগ রক্ত যোগার করা হলেও জ্বরের কারনে শরীরে রক্ত প্রদান করতে রগ খুঁজে পেতে অনেক কষ্ট হয়েছে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় মৃত্যুবরণকারী আসমা আক্তারের শরীরে মাত্র এক পারসেন্ট রক্ত ছিলো। পরিবারের লোকজন একেবারেই শেষ পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। মূলত রক্তশূন্যতার কারণে বুধবার দুপুর দুইটা ৪০ মিনিটে সে মৃত্যুবরণ করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ মার্চ ২০২৫