Home / আবহাওয়া / তীব্র তাপদাহে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর
weather-..
ফাইল ছবি

তীব্র তাপদাহে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

সারা দেশে চলমান তীব্র তাপদাহের মধ্যেই সুখবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

এদিকে নীলফামারী ও দিনাজপুর জেলার ওপর দিয়ে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর বিভাগের বাকি অংশ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওই সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকার কিশোরগঞ্জের নিকলি ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

৫ জুন ২০২৩