Home / চাঁদপুর / তথ্য অধিকার আইন অনলাইন প্রশিক্ষণে ১১ জেলার র্শীর্ষে চাঁদপুর

তথ্য অধিকার আইন অনলাইন প্রশিক্ষণে ১১ জেলার র্শীর্ষে চাঁদপুর

চট্টগ্রাম বিভাগীয় ১১টি জেলার জেলা প্রশাসকদের সাথে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মূল্যায়ন সভা (ভিডিও কনফারেন্স) করছেন বাংলাদেশ তথ্য কমিশন। বৃহস্পতিবার(১৩ সেপেটম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স এ যোগ হয় চাঁদপুর জেলা।

ভিডিও কনফারেন্সে অংশ নেয় চট্টগ্রাম বিভাগীয় চট্টগ্রাম জেলা, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, বি-বাড়িয়া, ফেনী, কুমিল্লা, নৌয়াখালি, লক্ষীপুর, চাঁদপুর।

এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান তথ্য অধিকার আইন অনলাইন প্রশিক্ষনে জেলার অবস্থান তুলে ধরে বলেন, ‘জেলা পর্যায়ের তথ্য প্রধানকারী কর্মকর্তা ৭২ জনের মধ্যে ৬১ জনকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে কাজ হয়েছে ৮৫ ভাগ।’

এছাড়া পুরো জেলায় ৬’শ ২২ জনকে অনলাইনে পরীক্ষা দিয়ে প্রশিক্ষন সনদ প্রদান করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর চাঁদপুরে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত হবে।

ভিডিও কনফারেন্সে যোগ হন বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ের প্রধান তথ্য কমিশনার মোরতুজা আহমদ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও সুরাইয়া বেগম। ১১টি জেলার জেলা প্রশাসকদের সাথে তথ্য অধিকার আইনের উপর অনলাইন প্রশিক্ষণ বিষয়ে মূল্যায়ন সভা ভিডিও কনফারেন্স এ তথ্য কমিশনার মোরতজা আহমদ চাঁদপুর জেলার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া অন্য জেলার প্রশাসকদের চাঁদপুরকে অনুকরন করার জন্য নির্দেশ প্রদান করেন।’

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা সির্ভিল সার্জন ডাঃ সাইদুজ্জামান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল পাটওয়ারী, জেলা তথ্য অফিসার মোঃ নূরুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, শাহরাস্তি হাবিবুল্লাহ মারুফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক

ইন্টারনেট কানেকশন নেই