চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার মতলব উত্তরে আসছেন।
আজ ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ১টা ৩০ মিনিটের সময় সড়ক পথে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা চাঁদপুরের মতলব উত্তরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বিকেল ৪টার সময় নিজ গ্রামের উপজেলার মোহনপুর আলী ভিলায় এসে পৌছবেন। বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
ঈরদিন ৫ এপ্রিল শুক্রবার বিকেল ২টা ৩০ মিনিটের সময় মোহনপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৫টার সময় ঢাকার মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্ও সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এর আয়োজনে অঅয়োজিত ফতেপুর পুর্ব ইউনিয়রে লুধুয়া গ্রামে এক ইফতার মাহফিলে যোগদান করবেন।
৬ এপ্রিল শনিবার ছেংগারচর হাইস্কুল খেলার মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়,দরিদ্র ও দুস্থ্য পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে মতলব উত্তর ত্যাগ করবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির একান্ত সচিব কামরুল হাসান মামুন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
নিজস্ব প্রতিবেদক, ৪ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur