Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি: মোস্তফা খান সফরী
তারেক রহমানের

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি: মোস্তফা খান সফরী

চাঁদপুর-৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিষ্ণুপুরের মাটির সাথে আমার নাড়ির সম্পর্ক, শৈশব কৈশর কেটেছে বিষ্ণুপুরে। এই মাটি থেকে রাজনীতির হাতে করি।
তিনি আরো বলেন, জেলার মধ্যে যে কয়টি ইউনিয়ন রয়েছে তন্মধ্যে বিষ্ণুপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। কারণ এই মাটিতে জন্ম নিয়েছে দেশের বেশকিছু ব্যক্তিত্ব, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই মাটিতে জন্ম নিয়েছে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, অতএব এই মাটির কৃতি সন্তান যারা দুনিয়াতে আছেন তাদের সুস্থতা কামনা করছি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি আরো বলেন,শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির দল বিএনপি। প্রতিষ্ঠা থেকে এদল দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি টিকে আছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

শনিবার ১ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত ইউনিয়ন বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি নেতা হান্নান কবিরাজের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আকাশ খান জিতুর পরিচালনায় উক্ত জন সমাবেশে চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ খান, বিএনপি নেতা অ্যাডঃ এ এইচ এম আশরাফুল ইসলাম, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম কামরুজ্জামান হাছানাত, জেলা ছাত্র দলের সাবেক নেতা বশির পারভেজ, সাবেক চেয়ারম্যান মন্টু খান, জেলা ছাত্র দলের নেতা সুকুমার রায়, রাসেল আহমেদ জনি।

উক্ত জনসভায় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সেলিম জমাদার, সাবেক ছাএদল নেতা কামাল হোসেন ঝুটন জাকির খান, তমিজ হাওলাদার, লতিফ শেখ, মহসীন বকাউল, মনির তালুকদার, রনি তালুকদার প্রমুখ।

জনসভার পূর্বে চাঁদপুর ৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী,, দিনটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মুস্তাফা খান সফরি জনসভা স্থলে এসে পৌঁছলে স্হানীয় এলাকাবাসীর পক্ষে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।

স্টাফ রিপোর্টার, ১ ফেব্রুয়ারি ২০২৫