Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর শিক্ষা সফর সম্পন্ন
তরপুরচন্ডী

তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর শিক্ষা সফর সম্পন্ন

প্রতি বছরের ন্যায় তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষা সফর সম্পন্ন হয়েছে। সফরকারীরা ২৪ জানুয়ারি ১২.০১ টায় চাঁদপুর থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সকালে খাগড়াছড়ি পৌঁছে। খাগড়াছড়ি হার্টিকালচার হেরিটেজ পার্ক, আলুটিলা পাহাড় ও আলুটিলা গুহা পরিদর্শন করা হয়। শিক্ষা সফরে পবিত্র কুরআনের দারস, আলোচনা, কুইজ, খেলা-ধূলাসহ বিভিন্ন আনন্দময় কর্মসূচির আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত শিক্ষা সফর পরিকল্পনা ও বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কামাল সর্দার।

সার্বিক সহায়তায় উপস্থিত ছিলেন তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর বন্দুকশী। মেহমান হিসেবে সফর সঙ্গী ছিলেন ব্যবসায়ী সংগঠন ওইডঋ এর জেলা সেক্রেটারি রেজাউল করিম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা নেয়ামত উল্লাহ, ওইডঋ এর চাঁদপুর শহর সেক্রেটারি আশরাফ খান প্রমূখ। এছাড়া ফয়সাল গাজী, মোঃ শাহজালাল, হাসান মিজি, আব্দুর রহমান, মাসুম বিল্লাহ এর অক্লান্ত পরিশ্রমে শিক্ষা সফরটি বাস্তবায়ন হয় বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক, ২৫ জানুয়ারি ২০২৫