Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাথে মতলব প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়
motbinimoy

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাথে মতলব প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ আনসার আলীর সাথে মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেন। ৯ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় মতলব দক্ষিণে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের প্রকল্পের আওতায় জন্ম নিবন্ধন উদ্বুদ্ধকরন র‌্যালী ও আলোচনা সভা শেষে মতলব প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

মতলব প্রেসক্লাবের নেতৃবৃন্দরাও যুগ্ম সচিব মোঃ আনসার আলীকে শুভেচ্ছা জানান এবং মতলব প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন উপহার দেন। এ সময় তিনি সাংবাদিকদের সার্বিক বিষয়ে খোজ-খবর নেন এবং বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড ধারাবাহিকভাবে জাতীয় ও স্থানীয় পত্রিকাগুলোতে তুলে ধরার জন্য বলেন।

সাংবাদিকদের ঐক্য ও আন্তরিকতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁন, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন বাবুল, মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমির খসরু, মতলব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রোটা. রেদওয়ান আহম্মেদ জাকির, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, সদস্য মোশারফ হোসেন তালুকদার, লোকমান হোসেন হাবিব, পলাশ রায়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

স্টাফ করেসপন্ডেট