Home / চাঁদপুর / তথ্য জানা ও নৈতিকতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে : জেলা প্রশাসক
তথ্য জানা ও নৈতিকতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে : জেলা প্রশাসক

তথ্য জানা ও নৈতিকতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে : জেলা প্রশাসক

তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা

তথ্য অধিকারআইন ও নৈতিকতার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আ. সবুর মন্ডল।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পাশ করেছে। দেশের সকল জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। এই লক্ষ্যে আজকের এই মতবিনিময় সভা। আমরা ডিসি পোর্টালের মাধ্যমে চাঁদপুর জেলার সকল অধিদপ্তরের কার্যক্রম জনসাধারণকে জানিয়ে আসছি। তথ্য জানার ও এর নৈতিকতা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, তবেই আমরা তথ্য জানার অধিকার অর্র্জন করতে পারব। গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণকে এই ধারণা দেওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও জেলা তথ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি বিএম হান্নান, সাংগঠনিক সম্পাদক জিএম শাহিন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, অধ্যাপক মোশারফ হোসেন লিটন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও শহরের কর্মরত সাংবাদিকগণ।

আনোয়ারুল হক

|| আপডেট: ০৯:৫৯ পিএম,২৭ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 এমআরআর