Home / চাঁদপুর / ডিসির হস্তক্ষেপে চাঁদপুর আউটার স্টেডিয়াম গেটের আগে ও পরের দৃশ্য
ডিসির হস্তক্ষেপে
চাঁদপুর আউটার স্টেডিয়াম গেটের আগে ও পরের দৃশ্য

ডিসির হস্তক্ষেপে চাঁদপুর আউটার স্টেডিয়াম গেটের আগে ও পরের দৃশ্য

চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রবেশের মূল গেটের সামনে দীর্ঘদিন ধরে ড্রেনের দুটি স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে থাকে। এতে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ ভোগেন পথচারীরা।

এ নিয়ে ৫ জুন শনিবার  চাঁদপুর টাইমসে  আউটার স্টেডিয়ামের মূল ফটকে ড্রেনের স্লাপ ভেঙে গর্ত, জনদুর্ভোগ চরমে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর ওই স্থান পরিদর্শন ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এরই প্রেক্ষিতে দুদিন ধরে ভাঙা স্ল্যাব দুটি মেরামতের কাজ করা হয়। কাজ শেষে আবারও পুনরায় স্থান পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।

ছবিতে আউটার স্টেডিয়াম গেটের সামনে থাকা ড্রেনের স্ল্যাব ভাঙার আগে ও পরের দৃশ্য তুলে ধরা হলো।

 

প্রতিবেদক : কবির হোসেন মিজি