Home / সারাদেশ / ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার
National_University-

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার

জাতীয় বিশ্ববিদ্যালযের ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার (১৫ জুলাই) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৪ জুলাই ) একথা জানানো হয়।

সারা দেশে ৬শ’৯৪ কেন্দ্রে ১ হাজার ৬ শ’৭২ ডিগ্রী কলেজের ২ লাখ ১০ হাজার ২শ’ ৮৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

শনিবার ১৫ জুলাই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ২টায় প্রকাশিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষানুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন ।

পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪।

সংশ্লিষ্ট সকলকে যে কোনো জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

এছাড়া ১৬ জুলাই ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব এবং ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টায় শুরু হবে।

পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ।

নিউজ ডেস্ক
:আপডেট,বাংলাদেশ সময় ৫:১০ পিএম,১৪ জুলাই ২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply