Home / চাঁদপুর / চাঁদপুরে নতুন ৩৬ জনসহ জেলায় করোনা পজেটিভ ১০৭৯

চাঁদপুরে নতুন ৩৬ জনসহ জেলায় করোনা পজেটিভ ১০৭৯

চাঁদপুরে সোমবার আরো ৩৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরের ১৩জন, ফরিদগঞ্জের ৭, মতলব দক্ষিণের ৫জন, হাজীগঞ্জের ৩জন, শাহরাস্তির ৩ জন, হাইমচরের ২ জন, কচুয়ার ২ জন, মতলব উত্তরের ১ জন।

নতুন শনাক্তকৃতদের মধ্যে ফরিদগঞ্জে উপসর্গে মৃত ২ জন রয়েছেন। এরা হলেন- নুরুল ইসলাম মিজি (৭১) ও আবু তাহের (৬০)।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭৯। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, সোমবার (৬ জুলাই) ১২৯টি রিপোর্ট আসে। এর মধ্যে ৩৬টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১০৭৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৩০জন, মতলব দক্ষিণে ১২১জন, ফরিদগঞ্জে ১১৭জন, শাহরাস্তিতে ১০৮জন, হাজীগঞ্জে ১০৫ জন, হাইমচরে ৭৯ জন, মতলব উত্তরে ৭১ জন ও কচুয়ায় ৪৮ জন।

জেলায় মোট ৬৪ জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৮ জন, হাজীগঞ্জে ১৬ জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১জন।

করেসপন্ডেট,৬ জুলাই ২০২০

ইন্টারনেট কানেকশন নেই