Home / চাঁদপুর / জাসদের কেন্দ্রিয় প্রতিনিধি সভা ১২ জুলাই
jsd

জাসদের কেন্দ্রিয় প্রতিনিধি সভা ১২ জুলাই

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রিয় কমিটির প্রতিনিধি সভা আগামি শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিহ হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রিয় কমিটির আহবানে দেশের সকল জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রিয় কামটির সকল সদস্য এ প্রতিনিধি সভায় যোগদান করবেন। পরের দিন শনিবার (১৩ জুলাই) জাসদ জাতীয় কমিটির সভা ইঞ্জিনিয়ারিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো.হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে, চাঁদপুর জেলার পক্ষে যোগদানকারী সকল নেতৃবৃন্দগণকে ভোর ৬ টার মধ্যে চাঁদপুর নৌ-লঞ্চঘাটে উপস্থিত হওয়ার জন্যে বিশেষভাবে অনুরোধ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০১৯

ইন্টারনেট কানেকশন নেই