Home / উপজেলা সংবাদ / কচুয়া / ফটো জার্নালিস্ট এসো.’র নির্বাচনের তফসিল ঘোষণা : নির্বাচন ৩০ জুন
photo ====

ফটো জার্নালিস্ট এসো.’র নির্বাচনের তফসিল ঘোষণা : নির্বাচন ৩০ জুন

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে । শুক্রবার ২০ জুন রাত ৮ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা ও মো.মাসুদ আলম।

সংগঠনের তফসিল অনুযায়ি ভোটার তালিকা প্রকাশ : ২০-০৬-২০২৬ (রাত ১১ টা)।

মনোনয়নপত্র সংগ্রহ: ২১ ও ২২ জুন ২০২৫ সন্ধ্যা ৭টা-রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা : ২৩ ও ২৪ জুন ২০২৫ সন্ধ্যা ৭টা-রাত ৯টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই : ২৫.০৬.২০২৫ সন্ধ্যা ৭টা-রাত ৮টা পর্যন্ত। বাতিলকৃত প্রার্থিতার বিষয়ে শুনানি : ২৫.৬.২০২৫ (রাত ৮টা-রাত ৯টা)। মনোনয়নপত্র প্রত্যাহার : ২৬ জুন ২০২৫ সন্ধ্যা ৭টা-রাত ৯টা পর্যন্ত।

নির্বাচন : ৩০ জুন ২০২৫ (সকাল ১০টা-দুপুর ২টা পর্যন্ত)।

নির্ধারিত ১৫ পদে নির্বাচন হবে। মনোনয়নপত্র উত্তোলন,জমা ও নির্বাচনের স্থান হচ্ছে চাঁদপুর প্রেসক্লাব ।

উল্লেখ্য,নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের প্রতীক বরাদ্দ বা ব্যবহার করা হবে না। ভোটাররা পছন্দের প্রার্থীর নাম ও পদের সামনে থাকা ঘরে টিকচিহ্ন দিবেন।

বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্র সংগ্রহকালে ৩ হাজার টাকা এবং সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ২ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

সাংগঠনিক সম্পাদক,কোষাধ্যক্ষ,দপ্তর সম্পাদক,প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ১ হাজার ৫শ’ টাকা এবং বাকি কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহকালে ১ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

(যে কোন পদে প্রত্যাহারকৃত প্রার্থীর জমাদানকৃত অর্থ অফেরতযোগ্য।)

প্রেস বিজ্ঞপ্তি
২০ জুন ২০২৫
এজি