Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / জান্নাতুল মাওয়া চিকিৎসক হতে চায়
Capture-...

জান্নাতুল মাওয়া চিকিৎসক হতে চায়

জান্নাতুল মাওয়া এ বছর চাঁদপুর সদরের উত্তরে খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজ থেকে জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। চাঁদপুর সদরের মধ্যে সে ট্যালেন্টপুলে ১২তম স্থান অর্জন করে ।

বর্তমানে সে খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণিতে বিজ্ঞান শাখায় অধ্যয়ন করছে । তার বাবার নাম হাবিবুর রহমান মিজি এবং মাতার নাম খুরশিদা বেগম ।

তার বাবা খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং মা একজন আদর্শ গৃহিণী।
জান্নাতুল মাওয়া ভবিষ্যতে একজন চিকিৎসক হতে চায় । তাই সে সকলের নিকট দোয়া প্রার্থী ।

করেসপন্ডেন্ট , ২৫ মার্চ ২০২০

ইন্টারনেট কানেকশন নেই