Home / চাঁদপুর / জাতীয় শোক দিবসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা-কবিতাপাঠ
ZAGGON .........

জাতীয় শোক দিবসে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা-কবিতাপাঠ

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ১৫ আগস্ট রবিবার বিকাল ৪ টায় আলোচনা সভা চাঁদপুর শহরের গণি মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়।

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও নাট্যাভিনেতা নূরে আলম নূরের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন গণসংগীতশিল্পী মনোজ আচার্যী,নজরুল গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন,শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী,শিক্ষক নেতা গিয়াস উদ্দিন ভূইয়া,চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি,জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ সভাপতি প্রশান্ত সরকার।

কবিতা আবৃত্তি করেন,কবি রফিকুজ্জামান রণি,জাগরণের প্রচার সম্পাদক জি এম মহসীন, সদস্য জাহিদ হোসেন। সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে বক্তাগণ বিশদভাবে আলোচনা করেন এবং স্বাধীনতার চেতনা অক্ষুন্ন রাখতে এবং সুখী সমৃৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আবদুল গনি ,১৬ আগস্ট ২০২১
এজি