Home / চাঁদপুর / জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে চাঁদপুরে উদযাপন হচ্ছে জাতীয় শোক দিবস
Shiek Mojib

জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে চাঁদপুরে উদযাপন হচ্ছে জাতীয় শোক দিবস

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এদিনে একাত্তরের পরাজিত ঘাতক চক্র বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে। এদিনটি বাঙালি জাতি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে।

দিবসটি চাঁদপুরে যথাযথ মর্যাদার সাথে উদ্যাপন করার লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার ৫ আগস্ট জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত সভায় বিষয়টি জানা যায় । জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খানের সভাপ্রধানে এবং তাঁর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম বার,জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এএসআই’র যুগ্ম পরিচালক মোঃ আজিজুল হক, সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাওসার আহমেদ,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, জেলা কালচারাল অফিসার আয়াজ মামুদ প্রমুখ।

সভায় জানানো হয়, বর্তমানে কোভিড-১৯ তথা করোনাভাইরাস নামে যে মহামারী আমাদের মাঝে বিরাজ করছে। সে কারণে আমাদেরকে জাতীয় কর্মসূচিকে অবশ্যই অনুসরণ করতে হচ্ছে । স্বাস্থ্যবিধি মেনে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে চাঁদপুরে জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি পালিত হবে। তবে অন্যান্য বছরের কর্মসূচির মতোই এবারের কর্মসূচিগুলো থাকবে, শুধু শোভাযাত্রা এবং সমাবেশ হবে না। আলোচনা সভা হবে ভার্চুয়াল পদ্ধতিতে।

গৃহীত কর্মসূচি হচ্ছে

১৫ আগস্ট সকালে সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ,সকাল সাড়ে দশটায় ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা ।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ উদ্যোগে শোক দিবসের নানা কর্মসূচি পালন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমী, ইসলামিক ফাউন্ডেশন ও শিশু একাডেমী বিভিন্ন কর্মসূচি পালন করবে। সকল কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে জাতীয় কর্মসূচিকে অনুসরণ করে করার জন্যে সভায় সকলকে অনুরোধ জানানো হয়।

বার্তা কক্ষ , ৬ আগস্ট ২০২০

ইন্টারনেট কানেকশন নেই