জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনরোয়ার প্রধান ঘোষণা করেছেন যে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এই সংস্থার ৩শ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন।
আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি রোববার সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, গাজা যুদ্ধের সময় আমি নিয়মিত যে সবচেয়ে ভয়াবহ সংবাদ পাই,তা হলো আনরোয়ার কর্মীদের মৃত্যুর সংখ্যা।’ আজ এ সংখ্যাটি ৩শ ছাড়িয়ে গেছে।
তিনি জোর দিয়ে বলেন যে জাতিসঙ্ঘের কর্মীদের হত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন,কর্তব্য পালন করার সময় এবং তাদের কর্মীদের সেবা করার সময় অনেক লোক নিহত হয়েছে।
লাজ্জারিনি আরো বলেন, নিহতরা মূলত জাতিসঙ্ঘের স্বাস্থ্যকর্মী এবং গাইড ছিলেন।
আনরোয়ার প্রধান গাজার উপর ইসরাইলি অবরোধের কথাও উল্লেখ করে জোর দিয়ে বলেন যে পরিস্থিতি এখন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাজার মানুষ মারা যাচ্ছে।
উল্লেখ্য, ইসরাইল সরকার ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং এ পর্যন্ত এই যুদ্ধের ফলে ৫২ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৯৯,৯৯৮ জন আহত হয়েছে। সূত্র : পার্সটুডে
১৯ মে ২০২৫
এজি